
॥ সেলিনা জাহান প্রিয়া ॥
জীবনের উপন্যাসে আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমাকে খুঁজতে খুঁজতে লিখি আবির আল্পনায়
একটু একটু করে,তোমাকে উপন্যাস করে তুলি ।
-
বলেছিলে-- মেহেদী রাঙ্গা হাত ধরে জোছনার প্রহর
ভালোবাসা কেবলেই প্রতিশ্রুতি হতে পাড়ে না !
বুকে মধ্যে হাত রেখে বলেছিলে আমি বিশ্বাস ।
-
বলেছিলে-- একটা গোলাপের কলব দিয়ে , রোপণ কর ,
দেখবে আমার ভালবাসা গোলাপের গন্ধ বিলাবে
প্রত্যয় ভর মন নিয়ে আমি আজো জল দিয়ে যাই ।
-
ফুল নিতে...