Friday, December 21, 2012

অকৃত্রিম

0 comments
একতা একটি ছোট পাখি একটি সাদা গোলাপের প্রেমে পড়লো৷ পাখিটি রোজ গোলাপ টির কাছে আসতো এবং বিভিন্ন ভাব ভঙ্গিমায় তার মনের ভাব প্রকাশ করতো কিন্তু গোলাপটি সবকিছু বুঝেও না বুঝার ভান করতো৷
একদিন পাখিটি গোলাপটিকে বলেই ফেললো৷ কিন্তু গোলাপটি তার প্রস্—াব মেনে নিলোনা ৷ পাখিটি রোজ আসতো এবং বলতো৷ একদিন গোলাপটি পাখিটিকে বললো৷
যে দিন আমি সাদা রং থেকে লাল রঙে পরিনত হব সে দিনেই আমি তোমাকে ভালোবাসবো৷ পাখি টি জানতো সে কোন দিন সাদা রঙে পরিনত হবে না৷ তাই একদিন পাখির গোলাপটির কাছে আসলো এবং অনেক ¶ণ তাকিয়ে থাকলো৷ এবং পড়ে তার দুটি ডানা কেটে রক্ত ছিটিয়ে গোলাপটি তখন বুঝতে পারলো যে পাখিটি তাকে কতখানি ভালোবাসতো৷ কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে৷ ডানা কাটার ফলে পাখিটি মওে গেেতাই তোমাদের ভালোবাসাকে বুঝতে চেষ্ঠাকর এবং তাকে কথনো হারাতে দিও না ৷




 আবতাহী তানভীর,
 ঢাকা৷

0 comments:

Post a Comment